যেভাবে সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ

Sports


টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এ বাংলাদেশ দল প্রথমে অস্ট্রেলিয়া, এরপর ভারতের কাছে পরপর দুটো ম্যাচে হারলেও এখন স্বপ্ন হারিয়ে টাইগাররা ছিটকে যায়নি বিশ্বকাপ থেকে। সব সমীকরণ মিলে গেলে বাংলাদেশ সেমিফাইনালেও খেলতে পারবে। তাই এইবার টাইগারদের পরবর্তী যাত্রা নির্ভর করছে আফগানিস্তান ও ভারতের উপর । এই দুটো দল তাদের পরের ম্যাচে জিততে পারলে বাংলাদেশ যেতে পারে সেমিতে। এর জন্য বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে আফগানিস্তানকে ।

এদিকে আজ (২৩ জুন,২০২৪) সেন্ট ভিনসেন্টে আফগানরা অস্ট্রেলিয়াকে ১৪৯ রানের লক্ষ্য দিয়ে ২১ রানে হারিয়েছে। ফলে অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তান ইতিহাস গড়ায় বাংলাদেশের সেমি স্বপ্ন উঁকি মারছে জোরেশোরেই।

বর্তমানে বিশ্বকাপের সুপার এইটে প্রথম গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এই গ্রুপে ভারত এখন শীর্ষ স্থানে রয়েছে, বাংলাদেশ রয়েছে শেষে। দুই দলই দুটো করে ম্যাচ খেলেছে। ভারত দুটোতেই জিতেছে ও বাংলাদেশ দুটোতে হেরেছে।হারলেও হিসাবের মারপ্যাচেঁ এখনও বাংলাদেশের জন্য রয়ে গেছে  অধরা সেমিফাইনালে যাওয়ার সুযোগ ।

জটিল অঙ্কের হিসাব মিলাতে পারলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার তা দেখে নেই এক নজরে ।
বর্তমানে ভারত ও বাংলাদেশের আর একটা করে ম্যাচ বাকি আছে। ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। অন্যদিকে পরের ম্যাচ অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। যদি আফগানিস্তান অস্ট্রেলিয়াকে পরাস্ত করে তাহলে বাংলাদেশ টিকে থাকবে।


যদি আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারায় তাহলে আফগানিস্তান, অস্ট্রেলিয়া দুই দলই দুই ম্যাচই দুই করে পয়েন্ট নিয়ে থাকবে। এরপর বাংলাদেশের আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে।এই বড় ব্যবধানটা হলো ১০০ রান অথবা ৯ উইকেটের ব্যবধানে হারনো। সেক্ষেত্রে বাংলাদেশ দুই পয়েন্টে থাকবে। কিন্তু নেট রান রেট থাকবে বাকিদের থেকে বেশি। এরপর টীম টাইগারকে নজর দিতে হবে ভারতের ম্যাচে। সেক্ষেত্রে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে বাংলাদেশ যেতে পারে সেমিফাইনালে।
এই দিকে আজ (২৩ জুন,২০২৪) সেন্ট ভিনসেন্ট আফগানরা অস্ট্রেলিয়াকে  ২১ রানে হারিয়ে বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার জঠিল সমীকরণ সহজ করে দিলো। এখন শুধু ভারত পরবর্তী ম্যাচে জয় আর বাংলাদেশ বনাম আফগান ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে শ্লথ গতি এগিয়ে যাওয়া বাংলাদেশ টাইগার টীমের সেমিফাইনাল৷ ভাগ্য।

Leave a Reply