cox bazar express

আর এক মাস চলবে কক্সবাজার স্পেশাল

Coxs Bazar National

চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথের ‘ঈদ স্পেশাল’ ট্রেন চলাচলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ।

এবার অতিরিক্ত ছয়টি বগি নিয়ে আগামী ২৪ জুলাই পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূর্বাঞ্চলীয় রেলের ডিসিও তারেক মোহাম্দ ইমরান।

তিনি বলেন, “ট্রেনটি আরও এক মাস চালানোর জন্য অনুমোদন এসেছে। ১০টি বগি থেকে বাড়িয়ে ১৬টি বগি নিয়ে প্রতিদিন চলবে ট্রেন।”

এবারের ঈদুল আজহায় রেলওয়ের পূর্বাঞ্চল সাত জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করে। এর মধ্যে এক জোড়া কক্সবাজার ঈদ স্পেশাল। ১২ জুন থেকে এই ট্রেন চলাচল শুরু হয়। ২৪ জুন পর্যন্ত চলার কথা ছিল। নির্ধারিত সময়ের এক দিন আগে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে।

স্পেশাল ট্রেনটি স্থায়ী করে নিয়মিত চালু রাখার দাবিতে রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

স্মারকলিপিতে বলা হয়, রেলসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন রেলপথ নির্মাণ হয়েছে। কিন্তু শুধু রাজধানীবাসীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ঢাকা-কক্সবাজার রুটে দুটি ট্রেন সার্ভিস চালু করা হয়। চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের জনগণ এ সেবা থেকে বঞ্চিত। এতে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রতিদিন সকাল সাতটায় ছেড়ে যায়। কক্সবাজারে পৌঁছায় সকাল ১০টা ২০ মিনিটে। আবার কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে সন্ধ্যা সাতটায়। চট্টগ্রামে পৌঁছায় ১০টায়। যাত্রাপথে ট্রেনটি ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামে। বিশেষ ট্রেনে শোভন শ্রেণির আসনের জন্য সর্বনিম্ন ভাড়া ৪৫ টাকা, প্রথম শ্রেণি আসনের জন্য ১৮৫ টাকা। তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া যথাক্রমে ১৮৫ ও ৩৪০ টাকা।

Leave a Reply